Home
 
কলারোয়ায় ইয়াবাসহ যুবক আটক
আজকের কলারোয়া - 21/08/2017
কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে। আটককৃত যুবক রিপন (২৫) উপজেলার চন্দনপুর গ্রামের মৃত রমজান আলির ছেলে। বুধবার সন্ধ্যায় কলারোয়ার চন্দনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেবনাথ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান- গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শেখ নাজিবুর রহমান ও এএসআই মাহাবুব ১০ পিস ইয়াবাসহ চন্দনপুর এলাকার একটি আম বাগান থেকে ওই যুবককে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার আটককৃত রিপনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানা গেছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com