|
কলারোয়ায় কারিতাসের বার্ষিক সাধারণ সভা
আজকের কলারোয়া -
21/08/2017
কলারোয়ায় কারিতাসের খুলনা অঞ্চলের আইসিডিপি ঋষি প্রকল্পের আওতায় ঋষি/দলিত ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলা শিক্ষক সমিতির হলরুমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ঋষি/দলিত ফেডারেশনের সভাপতি মি.লোকাস মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিডিপি ঋষি প্রকল্পের ইনচার্জ মি.আনন্দ দাস।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিতাসের কলারোয়ার সিডিও সুকুমার দাস, পিআইসি সদস্য মি.শিরিল মন্ডল, সামাজিক কার্যক্রম কমিটির সভাপতি সুমিতি ডি রোজারিও, সাধারণ সম্পাদক সুফল দাস, পিআইসি সদস্য মিলিতা মন্ডল, সংকল্প সিসিইউ জয়নগরের সেক্রেটারি ববিতা মন্ডল, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ। ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও ভবিষ্যত পরিকল্পনা করা হয়।
|