|
কলারোয়ায় আটক ৪
আজকের কলারোয়া -
21/08/2017
কলারোয়ায় ৪ ব্যক্তিকে পুলিশ আটক করেছে। বৃহষ্পতিবার ভোরে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা নিয়মিত মামলা ও ওয়ারেন্টভূক্ত আসামি।
থানা সূত্র জানায়- নিয়মিত মামলার আসামি উপজেলার ভাদিয়ালি গ্রামের মৃত নূর বক্স সরদারের ছেলে আরিজুল সরদার (৪৩), কেড়াগাছি গ্রামের আ.লতিফের ছেলে আ.খালেক (৩৫), বহুড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো.রিপন (৩২) ও সিআর ৬৮/১৭ মামলায় ওয়ারেন্ট থাকায় উপজেলার হিজলদী গ্রামের মৃত সেফাতুল্লাহ গাজীর ছেলে রুহুল আমিন (৪১) কে পুলিশ আটক করে।
আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
|