Home
 
কলারোয়ার কাজীরহাটে বাস-ড্রেজারের মুখোমুখি সংঘর্ষ
আজকের কলারোয়া - 21/08/2017
কলারোয়ার কাজীরহাট এলাকায় যাত্রীবাহি বাসের সাথে ড্রেজারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার কাজীরহাটে ঠাকুরবাড়ি এলাকার যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান- মহাসড়কে সংষ্কারের কাজে নিয়োজিত ড্রেজার মেশিন ওই স্থানের যশোর-সাতক্ষীরা রাস্তার পিচ উঠাচ্ছিল। এসময় যশোর থেকে সাতক্ষীরাগামী দ্রুতগতির যাত্রীবাহি বাস (টাংগাইল জ-১১-০১১৩) রাস্তা সংস্কার কাজের তোয়াক্কা না করেই ‘সময় বাচানোর তাগিদে’ দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। সেসময় বাসটি রাস্তার পাশে রাখা উঠানো পিচের উপরে উঠে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেজার গাড়িতে সজোরে মুখোমুখি আঘাত করে। এ দূর্ঘটনায় বাসের হেলপারসহ কয়েকজন যাত্রী সামান্য আহত হন। দুমুড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয় হয়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com