Home
 
কলারোয়া আলিয়া মাদরাসায় শিক্ষক প্রতিনিধি নির্বাচন
আজকের কলারোয়া - 21/08/2017
কলারোয়া আলিয়া মাদরাসায় শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার এ নির্বাচন সম্পন্ন হয়। জানা গেছে- প্রতিষ্ঠানটির কম্পিউটার ল্যাবে সকল শিক্ষক ও প্রভাষকদের নিয়ে সরাসরি ভোটের মাধ্যমে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যালটের মাধ্যমে সর্বাধিক ১৪ ভোট পেয়ে নির্বাচিত হন আরবি বিষয়ের প্রভাষক মাওলানা ওমর আলী এবং ৯টি ভোট পেয়ে নির্বাচিত হন সিনিয়র শিক্ষক আব্দুল গফফার (দাখিল বিভাগ) ও আব্দুর বারি (এতেদায়ী বিভাগ)। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ও পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী। নির্বাচন কমিশনের সহযোগি হিসেবে দায়িত্বে ছিলেন মো.রোকনুজ্জামান। বর্তমান কমিটির মেয়াদ শেষে নতুন কমিটিতে নির্বাচিত ওই ৩ শিক্ষক প্রতিনিধি অন্তর্ভূক্ত হবেন বলে জানা গেছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com