Home
 
‘কলারোয়ায় চোরাচালানে প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগি
যেই হোক তার কোন ছাড় নেই’.... বিজিবি

আজকের কলারোয়া - 21/08/2017
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম পিএসসি বলেছেন- ‘কলারোয়া সীমান্তে কোন চোরাচালান থাকবেনা, যারা চোরাচালান করে তাদের ধরে জেলহাজতে প্রেরণ করা হবে। যদি কোন নিরহ ব্যক্তি বিজিবির দ্বারা হয়রানীর শিকার হন এবং তার প্রমান পেলে সেই বিজিবি সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।’ বৃহষ্পতিবার বিকেলে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত ‘মাদক ও চোরাচালান প্রতিরোধে’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাতক্ষীরা, ৩৮ বিজিবি ব্যাটালিয়ন ওই অনুষ্ঠানের আয়োজন করে। কঠোর হুশিয়ারি উচ্চারণ করে ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম আরো বলেন- ‘নারী ও শিশু পাচারকারীদের ধরা হবে’। চোরাচালানে প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগি যেই হোক তার কোন ছাড় নেই।’ অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনতার সাথে সরাসরি প্রশ্নোত্তর ও মতবিনিময় করেন প্রধান অতিথি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মাদ ওয়াহিদুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি। সাতক্ষীরা, ৩৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক (সিও) মেজর আমিনুর রহমান, সাতক্ষীরার অতিরিক্তি পুলিশ সুপার মেরিনা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায়, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা হাসেম আলী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার সীমান্তবর্তী ৩টি ইউনিয়নের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি ও আফজাল হোসেন হাবিল এবং ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, বিজিবির মাদরা বিওপির কমান্ডার ফিরোজ হাওলাদার, সুবেদার হায়দার, সুবেদার আ. রব, সুবেদার শামসুল আলম, হিজলদি বিওপির সুবেদার ওমর ফারুক, ইউপি সদস্য হাশেম আলী, কামরুজ্জামান, হাসানুজ্জামান, রেকসোনা খাতুন, শিরিনা খাতুন, রেহেনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com