Home
 
‘কলারোয়ায় আ.লীগ কারো ব্যক্তিগত সম্পদ নয়’
বঙ্গবন্ধু সৈনিকলীগের সভায় সরদার মুজিব

আজকের কলারোয়া - 21/08/2017
বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ.সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব বলেছেন- ‘সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন সমগ্র জাতিকে নিয়ে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত, তখনই স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী চক্র তাঁকে হত্যা করে। এর মধ্যদিয়ে তারা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার অপপ্রয়াস চালায়। তাদের উদ্দেশ্যই ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে ভেঙে ‘আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে’ ভূলুণ্ঠিত করা।’ তিনি বলেন- ‘এই জঘন্য হত্যাকান্ডের সঙ্গে জড়িত স্বাধীনতাবিরোধী চক্র ’৭৫’র ১৫ আগস্টের পর থেকেই হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। একটি মহল ইনডেমনিটি অর্ডিনেন্স জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথও বন্ধ করে দেয়।’ শুক্রবার বিকেলে সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরদার মুজিব বলেন- ‘নিজ দলের মধ্যে ও দলের বাইরে ঘাপটি মেরে থাকা কিছু দোসরা আজো সক্রিয়। তাদের প্রতিহত করা হবে।’ স্থানীয় রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন- ‘কলারোয়ায় দল কারো কাছে বিক্রি করে দেয়া হয়নি। আ.লীগ কারো ব্যক্তিগত সম্পদ নয়। আ.লীগকে ভাঙ্গিয়ে যে বা যারা ‘ব্যক্তিগত’ অনৈতিক সুবিধা নিচ্ছেন তাদের আ.লীগের দু:সময়ে আগেও খুজে পাওয়া যায়নি, আগামিতেও যাবে না।’ দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামি নির্বাচনেও শেখ হাসিনার সরকারকে বিজয়ী করতে কর্মী-সমর্থকদের প্রতি তিনি আহবান জানান। উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক রুবেল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক মাহমদু আলী সুমন, যুগ্ম আহবায়ক এপিপি ওসমান গণি, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক স.ম মোরশেদ আলী, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী। অনুষ্ঠানে উপজেলা তাঁতীলীগের আহবায়ক অধ্যক্ষ আবির হোসেন বিল্লাল, প্রবীন সাংবাদিক আনোয়ার হোসেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেলসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের যুগ্ম আহবায়ক ফিরোজ হোসেন সম্রাট। পরে ঘাতকদের বুলেটে শহীদ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com