Home
 
কলারোয়া পৌরসভা প্রেসক্লাব গঠন
সভাপতি আনোয়ার, সম্পাদক জুলফিকার

আজকের কলারোয়া - 21/08/2017
শনিবার সকালে বিপুল উৎসব উদ্দেপনার মধ্যে দিয়ে কলারোয়া পৌরসভা প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কাফেলা পত্রিকার নিজস্ব প্রতিনিধি প্রবীন সংবাদিক আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার দৈনিক কালের চিত্র পত্রিকার কলারোয়া প্রতিনিধি জুলফিকার আলী। কমিটিতে এছাড়াও যারা রয়েছেন তারা হলেন: সহ.সভাপতি জিল্লুর রহমান ও এবিএম ফিরোজ খান, উপ-যুগ্ম সম্পাদক রুবেল মল্লিক, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনি, সহ-সম্পাদক তাসরিফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এসএম ফারুক হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, দপ্তর সম্পাদক আজগার আলী, নির্বাহী সদস্য ইলিয়াস হোসেন। একই সাথে উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। সম্মানিত উপদেষ্টারা হলেন- বঙ্গবন্ধু সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ.সভাপতি সরদার মুজিব, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম মুনসুর আলী, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি শামসুর রহমান, দৈনিক নির্ভীক পত্রিকার সহ.সম্পাদক বুলু আহম্মেদ ও বিশিষ্ট আইনজীবি জালাল উদ্দিন। এই কমিটি আগামি ৩বছরের জন্য গঠন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com