Home
 
অবৈধ অনুপ্রবেশ
কলারোয়া সীমান্তে মহিলা আটক

আজকের কলারোয়া - 21/08/2017
অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কলারোয়া সীমান্তে এক মহিলাকে আটক করেছে বিজিবি। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার কেঁড়াগাছির গাড়াখালি সীমান্তের সোনাই নদীর ধার থেকে টহলরত বিজিবি তাকে আটক করে। আটক রমেসা বেগম (৪০) উপজেলার চন্দনপুুর ইউনিয়নের দাড়কি গ্রামের মৃত. আছর আলীর স্ত্রী। কাঁকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক ছালেহউদ্দিন সাংবাদিকদের জানান- ওইদিন রাতে অবৈধ ভাবে ভারতের তারালী ক্যাম্প এলাকা দিয়ে বাংলাদেশের কেঁড়াগাছি সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস ৫ আরবির জিরো পয়েন্ট দিয়ে সে গাড়াখালি সোনাই নদী পার হয়ে বাংলাদেশের ভূখন্ডে প্রবেশ করে। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে আটককৃত ওই মহিলাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে কাঁকডাঙ্গা বিজিবি’র পক্ষ থেকে থানায় মামলা নং-২৬(২০) ১৭ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com