Home
 
কলারোয়ায় প্রতিবন্ধিদের মাঝে
হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ

আজকের কলারোয়া - 21/08/2017
কলারোয়ায় অসহায় প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও ক্রাচ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সমাজসেবা অফিস থেকে এগুলো বিতরণ করা হয়। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে সমাজেসেবা অফিসার শেখ ফারুক হোসেন উপজেলার ১২টি ইউনিয়নের অসহায় প্রতিবন্ধিদের মাঝে ৮৪টি হুইল চেয়ার ও ২৪টি ক্রাস বিতরণ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের উচ্চমান সহকারী আব্দুস সামাদ, ফিল্ড সুপার ভাইজার শেখ সাবের আলী, অফিস সহকারী ইমদাদুল হক, হুমায়ন কাদির, আমিনুর রহমান, কাজী ফজলু, শাহাজান, শের আলী প্রমুখ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com