Home
 
কলারোয়ায় মাসিক আইন শৃংখলা বিষয়ক সভা
আজকের কলারোয়া - 21/08/2017
কলারোয়ায় মাসিক আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্য বিবাহ রোধ, প্রতিটি মসজিদ কমিটির নামের তালিকা থানায় প্রেরণ, নছিমন-করিমনসহ অন্যান্য যানবাহনযোগে গরু পরিবহনের ক্ষেত্রে গরুর মাথা যাতে যানবাহনের বাইরে না থাকে সেজন্য পৌরসভা ও গরুহাট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার উদ্যোগ, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ, আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, মোয়াজ্জেম হোসেন, মনিরুল ইসলাম মনি, পৌরসভার প্রশাসনির কর্মকর্তা আরিফ হোসেন, ক্রীড়া সংগঠক মাস্টার শেখ শাহজাহান আলী শাহীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবির বিওপি প্রতিনিধি, এনজিও প্রতিনিধি প্রমুখ ওই সভায় উপস্থিত ছিলেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com