|
কলারোয়া প্রাইমারি স্কুলে পরিদর্শনেঅতিরিক্ত জেলা প্রশাসক
আজকের কলারোয়া -
21/08/2017
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল হান্নান। সোমবার সাড়ে ১১টার দিকে তিনি উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত এ স্কুলটিতে আকষ্মিক পরিদর্শনে আসেন।
বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এডিসি (জেনারেল) আব্দুল হান্নান। এসময় তিনি শিক্ষার্থীদের পড়ালেখা ও পরিবেশের মান আরো মান উন্নয়ন করার তাগিদ দেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে ঘুরে দেখেন। সেসময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
অনাঢ়ম্বর অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক মুজিবুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল হান্নানকে স্মারক সম্মাননা প্রদান করেন।
এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
|