Home
 
২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের দাবিতে
কলারোয়ায় আ.লীগের পৃথক মিছিল ও সমাবেশ

আজকের কলারোয়া - 21/08/2017
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে কলারোয়ায় পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আ.লীগের দুটি গ্রুপ। সোমবার বিকেলে এ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ.সভাপতি আলহজ্ব খায়বার হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, মহিলা আ.লীগের সভাপতি সুরাইয়া ইয়াসমিন রত্না, যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, যুগ্ম আহবায়ক রেজানুজ্জামান লিটু, ছাত্রলীগ নেতা শেখ মারুফ আহমেদ জনি, গোলাম সরোয়ারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে পৃথক আরেকটি মিছিল শেষে কলারোয়া বাজারের চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান এমএ কালাম, ভূট্টোলাল গাইন, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাছুম, মোস্তাক আহম্মেদ, জাহাঙ্গীর কবির বাবলু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রাসেল প্রমুখ। সমাবেশে ভয়াবহ ও নৃশংস গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উভয় সমাবেশে বক্তারা বলেন- ২০০৪ সালের ২১আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করা হয়। ওই পৈশাচিক হামলায় আওয়ামীলীগ নেত্রী আইভি রহমানসহ প্রাণ হারান ২৪ জন। আহত হন প্রায় চারশ’ নেতা-কর্মী। বক্তারা গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি হামলাকারীরদের বিচার দাবি করেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com