Home
 
মানবপাচার প্রতিরোধে সভা
আজকের কলারোয়া - 22/08/2017
কলারোয়ায় কেঁড়াগাছি ইউনিয়নের গোয়ালচাতর গ্রামের ব্র্যাক স্কুলে মানবপাচার প্রতিরোধ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সভায় মানবপাচার সংক্রান্ত আলোচনা করেন সিটিসি সদস্য কাজী মাওলানা মো. মোকাম্মেল এবং অভিবাসন সম্পর্কে আলোচনা করেন সিভিজি সদস্য মোছা. আকলিমা খাতুন। হট লাইন এবং মানব পাচার আইন ২০১২ সম্পর্কে বিস্তারিত আলোচনাসহ অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন ফ্যাসিলিটেটর মহিব্বুল হক। এসময় উপস্থিত ছিলেন সাজেদা নারী উন্নয়ন পরিষদের সভানেত্রী লতিফা আকতার, সিভিজি সদস্য জাহিদ হাসান প্রমুখ। আলোচনা শেষে কমিউনিটির সদস্যরা মানব পাচার প্রতিরোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। এ.ডব্লিউ ইন্টারন্যাশনালের অর্থায়নে ও রাইটস যশোর’র সহযোগিতায় এবং সাজেদা নারী উন্নয়ন পরিষদের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com