|
কলারোয়ায় পৃথক ঘটনায়বিদ্যুতস্পৃষ্টে ও গাছ থেকে পড়ে দুই ব্যক্তি আহত
আজকের কলারোয়া -
22/08/2017
কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে পৃথক ঘটনায় বিদ্যুতস্পৃষ্টে ও গাছ থেকে পড়ে দুই ব্যক্তি আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান- চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের লেপতোষক ব্যবসায়ী আব্দুল জব্বারের পুত্র নির্মাণ শ্রমিক মফিজুল ইসলাম (৩৮) গয়ড়া বাজারের একটি দোতলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুত লাইনের মেইন তারে বিদ্যুস্পৃষ্ট হয়ে পড়ে। এসময় তাকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা আশংকামুক্ত।
অপরদিকে, বয়ারডাঙ্গা গ্রামের দাদের আলীর পুত্র সিরাজুল ইসলাম (৪৫) বাড়ির পাশের একটি তাল গাছে উঠে। এসময় অসাবধানতা বশত সে পা পিছলে গাছের উপর থেকে নিচে একটি পুকুরের পানিতে পড়ে যায়। মুমুর্ষ অবস্থায় তাকে গয়ড়া বাজারের একটি ক্লিনিকে ভর্তি করে স্বজনরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থাও শংকামুক্ত।
|