Home
 
কলারোয়ায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ওরিয়েন্টেশন
আজকের কলারোয়া - 22/08/2017
কলারোয়ায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক স্বাক্ষরতা প্রকল্পে শিক্ষার্থী জরিপের জন্য তথ্য সংগহকারী ও সুপার ভাইজারদের ট্রেনিং ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায়। সাতক্ষীরার সুশীলনের বাস্তবায়নে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় ওরিয়েন্টেশনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কলারোয়া উপজেলা প্রোগ্রাম অফিসার শেফালী খাতুন, সুশীলন সাতক্ষীরার সিনিয়র প্রোগ্রাম অফিসার জিএম মনিরুজ্জামান, প্রজেক্ট অফিসার মনিরুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী এসএম জাবেদ, কলারোয়া পৌরসভা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলীসহ উপজেলার ১২টি ইউনিয়নের ৫০জন মাঠকর্মী উপস্থিত ছিলেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com