|
কলারোয়ার ইউএনও ঝিনাইদহে বদলী, আসছেন মনিরা পারভীন
আজকের কলারোয়া -
22/08/2017
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়কে বদলী করা হয়েছে। গত ২০ আগষ্ট খুলনা বিভাগীয় কমিশনার মো: আব্দুস সামাদ (স্বারক নং-০৫.৪৪.০০০০.০০৬.০১৫.১৭-৬১৪) স্বাক্ষরিত এক প্রঞ্জাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইউএনও উত্তম কুমার রায়কে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসাবে বদলী করা হয়েছে। অন্যদিকে হরিনাকুন্ডু উপজেলার ইউএনও মনিরা পারভীনকে কলারোয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
আগামী রবিবার ইউএনও উত্তম কুমার রায় কলারোয়া ছেড়ে হরিনাকুন্ড উপজেলায় যোগদান করবেন। সোমবার মনিরা পারভীন কলারোয়ায় যোগদান করে দাপ্তরিক কাজ শুরু করবেন।
পঞ্চগড় জেলার কৃতি সন্তান উত্তম কুমার রায় কলারোয়ায় সততার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সমগ্র উপজেলাবাসীর কাছে চির স্মরনীয় হয়ে থাকবে। কর্মক্ষেত্রে তিনি কলারোয়ার মতো সৎ ও সাহসী ভূমিকা রেখে জীবনের চুড়ান্ত সাফাল্য অর্জন করবেন এ প্রত্যাশা ব্যাক্ত করেন, কলারোয়ার সাধারণ মানুষ।
প্রসঙ্গত; দেশ স্বাধীনের পর এই প্রথম কলারোয়া উপজেলায় কোন নারী ইউএনও’র প্রথম যোগদান করবেন। খুলনার মেয়ে মনিরা পারভীনের যোগদানকে স্বাগত জানিয়েছে কলারোয়া উপজেলা বাসী।
|