Home
 
কলারোয়ায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
আজকের কলারোয়া - 24/08/2017
কলারোয়ায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ১৪টি জলাশয়ে ৭’শ ৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। ‘মৎস্য পোনা অবমুক্তকরণ র্কমসূচী-২০১৭’ উপলক্ষ্যে মুক্ত জলাশয়ে সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার সহিদুল ইসলাম সরদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নৃপেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার মহাসীন আলী, প্রাণী সম্পদ অফিসার ডা.এএসএম আতিকুজ্জামান, সমবায় অফিসার নওশের আলী, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, কলারোয়া পৌরসভা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী আবুল কাশেম, মনিরুজ্জামান, লাঙ্গলঝাড়ার মৎস্য চাষী আ. হামিদ, কাদের মল্লিক, আবুল কালাম সাকি, কবিরুল ইসলাম প্রমুখ। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নৃপেন্দ্র নাথ বিশ্বাস সাংবাদিকদের জানান- উপজেলার বোয়ালিয়া মসজিদের পুকুরে ২০কেজি, মমতাজ আহম্মেদ কমপ্লেক্স পুকুরে ২০কেজি, বঙ্গবন্ধু মহিলা কলেজ পুকুরে ৩০কেজি, লোহাকুড়া বিলে ২০ কেজি, হেলাতলা ইউনিয়নের বাশতলা বিলে ২০কেজি, কয়লা বিলে ৭০ কেজি, লাঙ্গলঝাড়ার রুদ্রপুর বিলে ২শ’ ৯০ কেজি, থানা পুকুরে ৩০ কেজি, হাসপাতাল পুকুরে ২০ কেজি, উপজেলা পরিষদের ৩টি পুকুরে ৮০ কেজি, ধানদিয়া আবাসন প্রকল্প পুকুরে ৫০ কেজি, কেরালকাতা আবাসন প্রকল্পের পুকুরে ৩০ কেজি, বেত্রাবতী হাইস্কুল পুকুরে ১০ কেজি, হুলহুলিয়া বিলে ৫০ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com