Home
 
কলারোয়ায় ১শত ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার
আটক ১

আজকের কলারোয়া - 24/08/2017
কলারোয়ায় ১শত ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে থানা পুলিশ। কলারোয়া থানার এসআই আযম মাহমুদ পিপিএম জানান- মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার ভোররাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসী হাজীরপাড়া গ্রামের জনৈক আব্দুস সাত্তার মোড়লের বাড়ীর পার্শ্বে ইটের সোলিং রাস্তার উপর থেকে আরিফুজ্জামান আরিফ (২৭) নামের এক যুবককে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে ১শত ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক আরিফ উপজেলার বোয়ালিয়ার গ্রামের মাঝের পাড়ার মৃত. ইয়াকুব আলীর ছেলে। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- আটক যুবককে আসামী করে কলারোয়া থানায় মামলা নং-৩৪(৮)১৭ দায়ের করা হয়েছে। আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com