Home
 
জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন
মাদার তেরেসা পদকে ভুষিত

আজকের কলারোয়া - 24/08/2017
রাজনীতি ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্জ শেখ আমজাদ হোসেন কে মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড ২০১৭ পদক প্রদান করেছেন ঢাকাস্থ স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন।মাদার তেরেসার ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৮আগস্ট রোজ-শুক্রবার বাগিচা চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার সেগুন বাগিচা রমনা ঢাকায় আর্ত মানবতার সেবায় কিংবদন্তী মাদার তেরেসা অবদান শীর্ষক আলোচনা সভায় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্জ শেখ আমজাদ হোসেন কে এই সম্মাননাসূচক পদক ও সনদ পত্র প্রদান করা হয়। স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন এর পক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ সিদ্দিকুর রহমান মিয়া,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড.মো: শাহজাহানএ্যাড:বাংলাদেশ সুপ্রীম কোর্ট,অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন সভাপতি রবিউল হোসেন রবি ও সাধারণ সম্পাদক জাফর আহম্মেদ(রাজু) স্বাক্ষরিত এ সনদপত্র ও পদক তুলে দেন জেলা পরিষদের ১নং ওয়ার্ডের অন্যতম সদস্য আলহাজ শেখ আমজেদ হোসেনকে সনদপত্র ও পদক বিতরণকালে স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন এর সভাপতি রবিউল ইসলাম রবি বলেন-রাজনীতি ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ শেখ আমজেদ হোসেনকে এই সম্মাননা প্রদান করা হয়েছে নি:সন্দেহে তার অবদান কৃতিত্বপূর্ণ। তিনি দেশ ও জাতির গৌরব। তার এই মহতী কর্মকান্ড দেশ ও জাতির গঠনের অগ্রগতিতে ও সমৃদ্ধির পথ উন্মোচনে অতিশয় ভূমিকা রাখবে বলে হিউম্যান স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন বিশ্বাস করেন। উলেখ্যঃ-এর আগে তিনি গত ৮ জুন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ঢাকা শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেনের পক্ষ থেকে স্বর্ণ পদক ও সনদ পত্র প্রদান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোফাজ্জেল হক এমপি, অর্থ মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জসিম উদ্দিন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com