Home
 
জেলায় পুুলিশের অভিযানে আটক ৮৪
আজকের কলারোয়া - 24/08/2017
জেলায় পুুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, আটকদের মধ্যে রয়েছে সাতক্ষীরা সদর থানার ৫৪ জন, কলারোয়া থানার ৫ জন, তালা থানার ৪ কালিগঞ্জ থানার ৪ জন, শ্যামনগর থানার ৬ জন, আশাশুনি থানার ৪ জন, দেবহাটা থানার ৩ জন ও পাটকেলঘাটা থানার ৪ জন। এদের বিরুদ্ধের বিভিন্নঅভিযোগে থানায় মামলা রয়েছে বলে তিনি জানান।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com