|
কলারোয়ায় ইউপি সচিব লাঞ্ছিত !
আজকের কলারোয়া -
24/08/2017
কলারোয়ায় এক ইউপি সদস্য কতৃক সচিব লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায় কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের ইউপি সচিব মো. আসাদুল ফারুক প্রতিদিনের মতো তার কর্মস্থলে আসেন। ইউনিয়ন পরিষদে ২০আগস্ট ভোটারদের ছবি উঠানোর কাজ চলাকলীন সময়ে উক্ত সচিব নুতন ভোটারদের জন্ম সনদ, নাগরিকতে¦র সনদ, বিলম্বে ভোটার হওয়া সংক্রান্ত প্রত্যয়নপত্র প্রদান সংক্রান্ত কাজে ব্যস্ত ছিলেন। ঐদিন ওয়ার্ড সদস্যদের রাস্তা সংস্কারের কাজের টাকা দেওয়ার দিন ছিলো। অধিকাংশ ইউপি সদস্য ভোটার কার্যক্রমের কাজ শেষে টাকা নিতে সম্মত হন। কিন্তু ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মিজানুর রহমান পূর্ব পরিকল্পিতভাবে ইউপি সচিব’কে লাঞ্ছিত ও হেয় প্রতিপন্ন করার জন্য উপস্থিত জনগণ ও ইউপি সদস্যদের সামনে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে এবং ঘাড় ধরে ইউনিয়ন পরিষদ হতে বের করে দেয়ার হুমকী দেয়। এ ব্যাপারে ইউপি সচিব কলারোয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা উত্তম কুমার রায়ের মাধ্যমে বুধবার জেলা প্রশাসক বরাবর এক অভিযোগ দায়ের করেন। তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবুর কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ঘটনাটি ঘটেছে সত্য, তবে আমার অনুপস্থিতিতে।
|