|
কলারোয়ায় গ্রেফতার ৬
আজকের কলারোয়া -
25/08/2017
কলারোয়ায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভূক্ত দুই আসামীসহ ছয় জন গ্রেফতার করেছে কলারোয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার হিজলদী গ্রামের মুনসুর আলীর ছেলে সাদ্দাম হোসেন,
সুলতান পুর গ্রামের রমজান আলী মোড়লের ডাঃ আবুল কালাম, ভাদিয়ালী গ্রামের আঃ আলিমের ছেলে কামরুজ্জামান খান,গাড়াখালী গ্রামের আঃ রশিদের ছেলে ওহিদুল ইসলাম,কেঁড়াগাছি গ্রামের সামসুদুল গাইনের ছেলে খাইরুল গাইন ও যশোর জেলার চৌগাছার মৃত হেকমত মোল্লার ছেলে শওকত আলী।
কলারোয়া থানার অফিসার ইনচাজর্ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট ভূক্ত দুই আসামী সাদ্দাম হোসেন ও ডাঃ আবুল কালামকে শুক্রবার ভোর পাঁচটার দিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এবং বাকি চার জনকে শনিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান আটক করা হয়। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
|