Home
 
কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম
সরকারি ট্রেনিং-এ ম্যালেশিয়ায় যাচ্ছেন

আজকের কলারোয়া - 25/08/2017
কলারোয়ার কাজীরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম বাংলাদেশ কলেজ এডুকেশন ডেভলপমেন্ট প্রোজেক্ট (বিসিইডিপি) এর অধিনে লেডারশীপ ট্রেনিং এর জন্য দি ইউনিভার্সিটি অফ নোটিংহাম, মালেশিয়া ক্যাম্পাসে যাচ্ছেন। শিক্ষা মন্ত্রনালয়ের চিঠি পাওয়ার পরে অত্র কলেজের অধ্যক্ষ বিষয়টি নিশ্চিত করেন। সেপ্টেম্বর মাসের ৮ তারিখে মালেশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে। ১০ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত চলবে ওই ট্রেনিং। কলেজ অধ্যক্ষ এসএম সহিদুল আলম সকলের দোয়া কামনা করেছেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com