Home
 
জেএফএ কাপ জাতীয় অনুর্ধ ১৪
সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দল বিভাগীয় চ্যাম্পিয়ন

আজকের কলারোয়া - 25/08/2017
জেএফএ কাপ জাতীয় অনুর্ধ ১৪ জেলা মহিলা ফুটবল দল খুলনা আঞ্চলিক পর্যায়ের ফাইনাল খেলায় নড়াইল জেলা মহিলা দলকে ১-০ গোলে পরাজিত করে আঞ্চলিক পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার বিকালে যশোর পুলিশ লাইন মাঠে আঞ্চলিক পর্যায়ের ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা মহিলা দলের পক্ষে জয় সুচক গোলটি করে ১৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুন্নি। এর আগে গত বৃহস্পতিবার একই মাঠে সেমিফাইনালে খুলনা জেলা মহিলা দলকে ৯-৮ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে সাতক্ষীরা জেলা দল। জেএফএ কাপ জাতীয় অনুর্ধ ১৪ জেলা মহিলা ফুটবল দল খুলনা আঞ্চলিক পর্যায়ের ফাইনাল খেলায় বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জেলা মহিলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান, জেলা মহিলা মহিলা ফুটবল কমিটির সভাপতি জেলা প্রশাসক পত্মী সেলিনা আফরোজ, জেলা মহিলা ফুটবল কমিটির সিনিয়র সহ-সভাপতি জেলা পুলিশ সুপার পত্মী মেহের নিগার আক্তার, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, জেলা মহিলা ফুটবল কমিটির সম্পাদিকা পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলীসহ জেলার ক্রীড়ামোদি ব্যক্তিবর্গ। জেলা মহিলা দলের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন কিরণ¥য় সরকার এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আকবর আলী।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com