|
কে-লাইন পরিবহনের এসি সার্ভিসের উদ্বোধন
আজকের কলারোয়া -
25/08/2017
কে-লাইন পরিবহনের এসি সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের পলাশপোল এলাকায় পরিবহনের নিজস্ব অফিস কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশ আজ উন্নয়নের জোয়ার বইছে। সাথে সাথে শিল্প ও বাণিজ্যেরও উন্নয়ন হচ্ছে। ঢাকার পরিবহন সার্ভিস কে-লাইন যুগের সাথে তাল মিলিয়ে তারাও যাত্রীদের সেবা দিতে এখন এসি সার্ভিস চালু করেছে। ফলে এখন থেকে যাত্রীদের এসি পরিবহনের টিকিট পেতে আর ভোগান্তিতে পড়তে হবেনা। বিশেষ অতিথি ছিলেন ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, জেলা পুলিশিং ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা। উপস্থিত ছিলেন গোলাম রব্বানি, ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, কে-লাইনের ম্যানেজার নীরা সরদার, জুলফিকার আলী সবুজ, তাপস পাল, মোজাফ্ফর হোসেন সোহানসহ স্থানীয় ব্যক্তিবর্গ। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া জোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল্লাহ।
|