Home
 
‘রি-ইউনিয়ন ক্রিকেট ফেসটিভল- ১৭’
বর্নাট্য রোড-শো’র মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা

আজকের কলারোয়া - 02/09/2017
কলারোয়া বর্ণাট্য রোড-শো’র মধ্য দিয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ‘রি-ইউনিয়ন ক্রিকেট ফেসটিভল- ১৭’ আনুষ্ঠানিক যাত্র শুরু হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় কলারোয়া জিকেএমকে পাইলট হাই স্কুলের সামনে থেকে সকল খেলোয়ারদের সমন্বয়ে এ বর্ণাট্য রোড-শো কলারোয়া পৌর সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে জিকেএমকে পাইলট হাই স্কুলের মধ্যে এসে শেষ হয়। এ সময় সব দলের খেলোয়ার ও কর্মকর্তারা টুর্নামেন্টের নির্ধারিত টি-সার্ট পরে আকর্ষনীয় এ রোড শোতে অংশগ্রহন করেন। কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের সাবেক শিক্ষাথীদের আয়োজনে প্রতি বছরের ন্যায় এ বছরও আকর্ষনীয় দিন-রাতব্যাপী ‘রি-ইউনিয়ন ক্রিকেট ফেসটিভল’ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। আগামী ৩ সেপ্টেম্বর রোববার কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে সকাল থেকে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলায় অংশ গ্রহন করবে এবং একই দিন রাতে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্টিত হবে। ইতিমধ্যে কলারোয়া উপজেলাবাসীর মাঝে এ ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে ব্যাপক প্রচার প্রচারনা চলছে। এ বছর আকর্ষনীয় ‘রি-ইউনিয়ন ক্রিকেট ফেসটিভল- ১৭’ টুর্নামেন্টের কলারোয়া রিপোর্টার্স ক্লাব মিডিয়া পার্টনার হিসেবে নির্বাচিত হয়েছে । উল্লেখ্য; কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের (এসএসসি) ১৯৮৯ সালের ব্যাচ থেকে ২০০৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা ব্যাচ ভিত্তিক দল গঠন করে খেলায় অংশ গ্রহন করছে। আকর্ষনীয় দিন-রাত ব্যাপী ক্রিকেট খেলা দেখা এবং সকলের সহযোগীতা কামনা করেছেন আয়োজক কমিটি।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com