Home
 
কলারোয়া হোমিও কলেজে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী
বই প্রদান করলেন সাবেক ছাত্রনেতা সোহাগ

আজকের কলারোয়া - 02/09/2017
কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের শিক্ষার্থীদের জন্য উপহার হিসাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি প্রদান করেছেন আঞ্চলিক যুদ্ধাপরাধী নির্মূল কমিটির কেন্দ্রীয় আহবায়ক ও সাতক্ষীরা-১ আসনে আ.লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান সোহাগ। বুধবার তিনি ওই বই প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডা. এমএ বারিক, কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমান, কলারোয়া পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম গোলাম সরোয়ারসহ কলেজের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সোহাগ জানান- ‘বিমানে চড়ে হয়তো আকাশে বিচরণ করা যাবে, তাই বলে কি আকাশটা ছোয়াে যাবে? হাজারটা বই পড়ে হয়তো ব্যক্তি বঙ্গবন্ধুর সম্পর্কে কিছু ধারনা পাওয়া যাবে, তাই বলে কি বঙ্গবন্ধুর সুবিশাল হৃদয়টাকে জানা যাবে? তবুও বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে আমার এ ক্ষুদ্র প্রয়াস…।’


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com