Home
 
আ.লীগ নেতা ফারুক হোসেন অভির
কেরালকাতায় নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার

আজকের কলারোয়া - 02/09/2017
কলারোয়ার নাকিলা-বলিয়ানপুর রাস্তার সংস্কারে এগিয়ে আসলেন স্থানীয় এক সমাজসেবক। জানা গেছে- উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের নাকিলা থেকে বলিয়ানপুর কাচা রাস্তাটি কাদায় চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। সেখানে নিজস্ব অর্থায়নে সংষ্কারে এগিয়ে আসলেন ওই এলাকার সমাজসেবক আ.লীগ নেতা ফারুক হোসেন অভি। বুধবার দিনভর ওই রাস্তার কয়েকটি স্থানে ইট, খোয়া-ঘ্যাস দিয়ে চলাচলের জন্য সংষ্কার করা হয়। এসময় সেখানে ফারুক হোসেন অভিসহ ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ.সভাপতি আব্দুর রউফ, আ.লীগ নেতা আব্দুস সাত্তার, আলী হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com