|
কলারোয়ায় জামায়াত-শিবিরের ৩ নেতা আটক
আজকের কলারোয়া -
02/09/2017
কলারোয়ায় নাশকতা মামলার ওয়ারেন্টভূক্ত আসামিসহ জামায়াত-শিবিরের ৩ নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত গভীররাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের মৃত খোদবক্স গাজীর ছেলে নাশকতা মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আ.রহিম গাজী (৫৫), আহসাননগর গ্রামের মৃত অহেদ আলী দফাদারের ছেলে ফরহাদ হোসেন (৪৮) ও একই গ্রামের ফরহাদ হোসেনের পুত্র শিবির নেতা জোবায়ের হোসেন (১৯)।
থানা সূত্র জানায়- পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের কলারোয়া থানা এলাকার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে এবং যাতে কোন প্রকার নাশকতা ও সহিংসতাকারী থানা এলাকায় প্রবেশ করে নাশকতা ও সহিংসতার কার্যক্রম না ঘটনাতে পারে সে লক্ষ্যে থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার জন্য বিভিন্ন প্রকার দিক নির্দেশনা প্রদান করেন। সেই মোতাবেক থানা এলাকায় বিশেষ পুলিশিং অভিযান পরিচালনা করে তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃতদের বৃহষ্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জান গেছে।
|