|
জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাতকরেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সোহাগ
আজকের কলারোয়া -
02/09/2017
সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত ও ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, আঞ্চলিক যুদ্ধাপরাধী নির্মূল কমিটির কেন্দ্রীয় আহবায়ক ও সাতক্ষীরা-১ আসনে আ.লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান সোহাগ।
বৃহষ্পতিবার জেলা পরিষদের কার্যালয়ে ওই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময় কামরুজ্জামান সোহাগ আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ফিরিস্তি এবং জননেত্রী শেখ হাসিনার পক্ষ হতে তার দেয়া ঈদ ও আসন্ন পূজার শুভেচ্ছা সম্বলিত লিফলেট সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যানের হাতে তুলে দেন।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম উদীয়মান ও প্রতিশ্রুতিশীল নেতা কামরুজ্জামান সোহাগকে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও নৌকার পক্ষে প্রচারনা চালানোর বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করেন। নজরুল ইসলাম বলেন- ‘আওয়ামীলীগই হলো একমাত্র স্বাধীনতার স্বপক্ষের শক্তি যারা ক্ষমতায় এলে দেশের ব্যাপক উন্নয়ন হয়।’
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সাঈদ, বাংলাদেশ আওয়ামীলীগের মালোয়শিয়া শাখার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফারুক হোসেন অভিসহ সাতক্ষীরা জেলা পরিষদের অন্যান্য সদস্য ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
|