|
কলারোয়ায় ভাষা সৈনিক শেখ আমানুল্লাহর৪র্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
আজকের কলারোয়া -
02/09/2017
বাংলাদেশের কিংবদন্তি শিক্ষক নেতা, ভাষা সৈনিক শেখ আমানুল্লাহর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে তাঁর মাজারে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেখ আমানুল্লাহর নিজ গ্রাম কলারোয়ায় উপজেলার ঝাঁপাঘাটে তাঁর মাজারে দোয়া অনুষ্ঠান ও মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও কল্যাণ সমিতি, উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ ফ্রন্ট, কলেজ শিক্ষক সমিতি, মাদরাসা শিক্ষক সমিতি, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট, এমআর ফাউন্ডেশন, বাজার ব্যবসায়ী সমিতি, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজসহ মরহুমের পরিবারের সদস্যবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াত শেখ আমানুল্লাহর বড় পুত্র প্রফেসর এস.কে সাইয়েদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী, প্রাক্তন অধ্যক্ষ রইছ উদ্দীন, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, অধ্যাপক আবুল খায়ের, ইনতাজ আলী, এসএম সোলাইমান, আনারুল ইসলাম, সাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হরিসাধন ঘোষ, শিক্ষক নেতা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী প্রধান শিক্ষক আবদুর রকীব, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান, মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক বদরুজ্জামান, শিক্ষক শাহাজান আলী শাহিন, আব্দুল আলিম, মাওলানা জিয়াউল ইসলাম জিয়া, উপজেলার বিশেষ ব্যক্তিবর্গ ও সুধিজন।
এদিকে, বিকেলে পাবলিক ইনস্টিটিউট ও মাধ্যমিক শিক্ষক সমিতির হলরুমে শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের এই দিনে বেলা ১২টার দিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সকলকে শোক সাগরে ভাসিয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি আলহাজ্ব শেখ আমানুল্লাহ।
|