Home
 
কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা
মনিরা পারভীনকে সংবর্ধনা

আজকের কলারোয়া - 02/09/2017
কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীনকে সংবর্ধনা দিয়েছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। বৃহষ্পতিবার সকালে ওই কলেজ ক্যাম্পাসে ওই সম্মাননা জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার পদাধিকার বলে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি। হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল ম্যানেজিং কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান ডাক্তার আনিছুর রহমান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবু নসর ও তালা সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক এমএ ফারুক। শরিফুল ইসলাম, মাহবুবুুর রহমান, ফাতেমা খাতুন, আফিফা খাতুন, রাজিয়া সুলতানাসহ কলেজের কর্মকর্তাবৃৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডা. এমএ বারিক। কলেজের সহকারী প্রভাষক হাবিবুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভার শুরুতেই নবাগত উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অনুষ্ঠান শেষে উপহার তুলে দেয়া হয়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com