Home
 
কলারোয়ায় ফলদ বৃক্ষ মেলার সমাপনী
আজকের কলারোয়া - 02/09/2017
কলারোয়ায় ফলদ বৃক্ষ মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা সমবায় অফিসার নওশের আলসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি অফিসের কর্মকর্তা আলহাজ্ব আবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অবদান ‍ও ভূমিকার জন্য কয়েকজনকে পুরষ্কৃত করা হয়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com