|
ত্যাগের মহিমায় কলারোয়ায় ঈদ-উল আযহা পালিত
আজকের কলারোয়া -
02/09/2017
ত্যাগের মহিমায় কলারোয়ায় ঈদ-উল আযহা পালিত হয়েছে। শান্তিপ্রিয় মুসলমানরা পশু কোরবানির মাধ্যমে ঈদ-উল-আযহা উদযাপন করেছে। উপজেলার
এদিকে, কলারোয়া পৌরসদরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে সকাল ৮টায় ঈদ-উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন ঝাউডাঙ্গা সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল বারী।
এছাড়া পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন ঈদগাহে ও মসজিদে ধর্মীয় ভাবগাম্ভির্য’র মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজের পর মুসল্লিরা কোলাকুলি করে, গরু-ছাগল কোরবানির পর মাংস বিলিয়ে একে অন্যের সাথে একাকার হন, গরীব-ধনীর পার্থক্য ঘোচাতে।
যুবক-যুবতিদের বিভিন্ন স্থানে ঘুরতে বেড়াতে দেখা যায়।
সবমিলিয়ে শান্তিপূর্ণ ও আনন্দমূখর পরিবেশে ঈদ-উল-আযহা উদযাপন করলো কলারোয়াবাসী।
|