|
কলারোয়ায় ৫ ব্যক্তি আটকফেনসিডিল উদ্ধার
আজকের কলারোয়া -
05/09/2017
কলারোয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে গত দুই দিনে জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে আটক ও ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
মঙ্গলবার সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান- থানার এসআই আজম মাহমুদ পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার শ্রীপতিপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ফরিদ হোসেনকে জিআর-১৫৭/১০ মামলায়, গাজনা গ্রামের খালেক সানার ছেলে কবির সানাকে জিআর-৩৩১/১৩ মামলায়, হাটুনি গ্রামের আ. করিমের ছেলে হাসিমকে সিআর-১৮২/১৫ মামলায় এবং অপর অভিযানে মাদরা গ্রামের শহর আলী গাজীর ছেলে মাজাহারুল ইসলাম গাজীকে জিআর-২০০/১৬ মামলায়, একই গ্রামের কাজী আমিনুল ইসলামের ছেলে কাজী আনারুল ইসলামকে সিআর-১২২/১৭ মামলায় ওয়ারেন্ট থাকায় তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। অন্যদিকে এক অভিযানে থানার এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে পরিতাক্ত অবস্থায় ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় কলারোয়া থানায় একটি ১২৮ নং সাধারণ ডায়েরী হয়েছে।
|