Home
 
জয়নগর ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আজকের কলারোয়া - 05/09/2017
কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের সচিব আসাদুল ফারুকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ইউপি সদস্য মিজানুর রহমান জানান, তিনি জেলা প্রশাসকের কাছে আবেদন করে এর প্রতিকার দাবি করেছেন। তবে চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, সচিব এলাকার মানুষের জন্ম নিবন্ধন কার্ডে সিল সহি দিতে ৩০০ থেকে ৪০০ টাকা নেন। ওয়ারেশ কায়েম সার্টিফিকেটের জন্য ৫০ থেকে ১০০ টাকা গ্রহন করেন। তিনি আরও বলেন, ইউপি সদস্যদের বকেয়া ভাতা বাবদ ৩৪ হাজার ৪৫০ টাকা স্বাক্ষর করিয়েও সচিব ত্রিশ হাজার টাকা দেন। বাকি টাকা তিনি আত্মসাত করেন। এমনকি সরকারি ভাতার টাকা ৯৫০ টাকা স্বাক্ষর করালেও দেন ৯০০ টাকা। মৃত্যু সনদপত্র স্বাক্ষর করতে জনপ্রতি ৫০ থেকে ১০০ টাকা গ্রহন করেন তিনি। তিনি নিজে একজন হোমিও ডাক্তার এই পরিচয় দিয়ে চিকিৎসার নামে সাধারণ মানুষকে ঠকান বলে অভিযোগ রয়েছে। ইউনিয়ন পরিষদে এলজিএসপির টাকার চিঠি আসলে তিনি ৫০-৬০ হাজার কম করে চিঠি পড়ে গোপন করা টাকা আত্মসাত করেন। এ ছাড়া হাট বাজার টেন্ডার থেকে অর্থ আত্মসাত করেন ও কাবিটা কাজ দেখার দায়িত্বও পালন করেন না তিনি। সদস্য মিজানুর রহমান ইউপি সচিবের এসব দুর্নীতি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সব অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জয়নগর ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বলেন ‘সদস্য মিজানুর রহমানের অভিযোগ সত্য নয়। তিনি ইউপি সচিব আসাদুল ফারুককে বিনা কারণে দুইবার লাঞ্ছিত করেছেন। এ বিষয়ে তার বিরুদ্ধে কলারোয়ার ইউএনও বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। এতে তিনি ফেঁসে যাচ্ছেন এই ভয়ে সচিবের বিরুদ্ধে মিথ্যা অভিযাগ করেছেন তিনি’।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com