Home
 
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের
২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

আজকের কলারোয়া - 08/09/2017
বর্ণাট্য আয়োজনে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জাতি ধর্মের ভেদাভেদ ভুলে দেশ ও মানুষের পাশে থেকে ভালো কাজ করতে হবে। সততার সহিত কাজ করে সমাজের বিভন্ন সমস্যা তুলে ধরতে হবে। সাহসী সাংবাদিকরাই পারে দেশকে এগিয়ে নিতে। প্রভাবিত হয়ে সত্যকে আড়াল করলে সাংবাদিকতার মান কমে যায়, পিছিয়ে যায় সামাজিক উন্নয়ন, বির্তকিত হয় সাংবাদিকতা পেশা। কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। এ সময় তিনি আরো বলেন, প্রকৃত সাংবাদিকদের সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে এবং নির্লোভ ও সৎ হতে হবে। তবেই একজন সংবাদকর্মী হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব হবে। কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ক্লাবের সদস্যদের শুভেচ্ছা জানান। বেলা ১২টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরি পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বিশিষ্ট ব্যাংকার কাজী আসাদুজ্জামান ও কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা.শফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের মহাপরিচালক কামরুল ইসলাম সাজু, শিক্ষক উৎপল কুমার সাহা, সাংবাদিক মোস্তফা হোসেন বাবলু, এমএ কাশেম, জাকির হোসেন, আরিফুল হক, আইয়বু আলী। অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সদস্য আব্দুল আজিজ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com