|
কলারোয়ায় নছিমন চালাতে গিয়েযুবকের মর্মান্তিক মৃত্যু
আজকের কলারোয়া -
08/09/2017
কলারোয়ায় নছিমন চালাতে গিয়ে দুর্ঘটনায় রাকিবুল ইসলাম (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পৌরসদরের পাকা ব্রিজ সংলগ্ন পলাশ সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম কুশোডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে এবং পেশায় গ্যারেজ মিস্ত্রি।
প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়- বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে একটি ইঞ্জিনচালিত ভ্যান (নছিমন) মেরামত করে সেটি চালিয়ে পরীক্ষা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। এ সময় লোহার রড মাথায় ঢুকে গেলে সে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম জানান- মাথায় গুরুতর জখম অবস্থায় এক যুবককে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। এসময় কর্তব্যরত ডাক্তার তন্দ্রা ঘোষ পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সন্ধ্যার পর কলারোয়া থানার সংলগ্ন যশোর-সাতক্ষীরা মহাসড়কে দ্রুতগতির ইঞ্জিনচালিত করিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। দূর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় করিমনের চালক উপজেলার জালালাবাদ গ্রামের এজাহার আলীর ছেলে ওহেদ (৪৫) ও মোটরসাইকেল আরোহি জালালাবাদ গ্রামের দুলালের ছেলে রাফায়েল (১৬)কে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
|