Home
 
কলারোয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত
আজকের কলারোয়া - 08/09/2017
‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’- স্লোগানকে সামনে রেখে কলারোয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৭ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন শুক্রবার সকালে দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা দুলাল চন্দ্র সরকার, সহকারী শিক্ষা অফিসার রবি শংকর, বাবলু রহমান, আশেকুজ্জামান, ইউআরসি ইন্সট্রাক্টর বৈদ্য নাথ সরকার, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রধান শিক্ষক আহসান উল্লাহ, শেখ নুরুল্লাহ, তৌফিকুর রহমান, আতাউর রহমান, রেহেনা খাতুন, সহকারী শিক্ষক পার্বতী পাল, আব্দুল ওহাব মামুন, ইয়ারুর ইসলাম, পাপিয়া খাতুন কলারেয়া পৌরসভা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী প্রমুখ। অনুষ্ঠানে এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক তহমিনা পারভীন লিলি। এর আগে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি কলারোয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com