|
কলারোয়ায় দুর্বত্তদের হামলায় উপজেলা শ্রমিকলীগসাধারণ সম্পাদক আহত, দেশীয় অস্ত্র উদ্ধার
আজকের কলারোয়া -
10/09/2017
দুর্বত্তদের স্বশত্র হামলায় কলারোয়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সম্পাদক আ: রহিম (৪৫) গুরুতর আহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে কলারোয়া সরকারি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত শ্রমিকলীগ সম্পাদক আ: রহিম কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের মৃত, আকিমুদ্দীন সরদারের ছেলে।
আহত শ্রমিকলীগ নেতা রহিম ও প্রতক্ষ্যদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে মটরসাইকেল যোগে কলারোয়া সরকারি কলেজের পিছনে কলেজপাড়া এলাকায় নিজ বাড়ীতে যাওয়ার সময় পতিমধ্যে কলেজের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে ৮/৯ জন স্বশত্র দুর্বত্ত তার মটরসাইকেলের গতিরোধ করে। পরে দুবৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে আকস্কিক তার উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। এ সময় তার চিৎকারে পাশ্ববর্তী ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এলে দুর্বত্তরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকটি লোহার রড, হাতুড়িসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বলে তারা জানান।
এঘটনার পর কলারোয়া উপজেলা শ্রমিকলীগ ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা, কর্মিদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে থানা পুলিশের দুর্বত্তদের আটক করা হবে এমন আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। স্থানীয় এলাকাবাসীরা জানান, এ ঘটনায় যে কোন সময়ে উপজেলায় সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে।
কলারোয়া শ্রমিকলীগের সভাপতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আলম মিঠু জানান, হামলার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যায়। পরে তার চিকিৎসার জন্য কলারোয়া হাসপাতালে ভর্তি করি। তিনি বলেন, ঘটনার সময় উপজেলায় বিদ্যুৎ সরবরাহ না থাকায় অন্ধকারে হামলাকারীদের সনাক্ত করা সম্ভব হয়নি। এ হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, হামলাকারীদের অবিলম্বে আটক করা না হলে উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আন্দোলনের কর্মসূচী ঘোষনা করবে।
কলারোয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু জানান, শ্রমিকলীগ সম্পাদকের উপর হামলার খবর শুনে আমি ঘটনাস্থল ও হাসপাতালে তাকে দেখতে গেছি। তিনি বলেন, হামলাকারী যেই হোক তাদের কোন ছাড় দেয়া হবে না।
কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন জানান, আমি কলারোয়া পৌর সদরের বাইরে আছি। তবে শুনেছি আমাদের শ্রমিকলীগের সাধারণ সম্পাদকের উপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আহত শ্রমিকলীগ নেতাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। এ সময় সেখান থেকে কয়েকটি হাতুড়ি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া হামলার ঘটনায় কলারোয়া থানায় এখনো অভিযোগ দায়ের করেনি।
|