Home
 
কলারোয়ার দেয়াড়ায় ভোটার তালিকা
হালনাগাদ কার্যক্রম

আজকের কলারোয়া - 11/09/2017
সারা দেশের ন্যায় কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নেও ভোটার তালিকা হালনাগাদ করণের কাজ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে দেয়াড়া ইউনিয়ান পরিষদে তথ্য সংগ্রহের মাধ্যমে পহেলা জানুয়ারি ২০০০ বা তার পুর্বে জন্মগ্রহণ ও বিভিন্ন ভাবে বাদ পড়ে যাওয়া এবং মৃত্যু ব্যক্তির নাম কর্তন করে নতুন ভোটার তালিকা তৈরির কাজ চলছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান জানান- ভোটার তালিকা হালনাগাদের কাজে নিয়োজিত অপারেটর চারজন, সহকারী একজন টিমলিডার একজনসহ নিজে উপস্থিত থেকে ঐ ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন করেন। তিনি আরো বলেন- দেয়াড়া ইউনিয়নে একদিনের জন্য এই কার্যক্রম পরিচালনা করা হবে এবং যারা নতুন ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবে তাদেরকে উপজেলা কেন্দ্রস্থলে পৌঁছে ভোটার তালিকা হালনাগাদের কাজ করার আহবান জানান। এ কাজে নিয়োজিত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য ইউনিয়ানের চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং সকল মানুষকে তিনি বিশেষ ভাবে আহ্বান জানান। যাতে করে কোন যোগ্য ব্যক্তি নতুন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং ভুল তথ্য দিয়ে কেউ ভোটার তালিকায় নাম তুলতে না পারেন। তাছাড়া বাদ পড়েছে এমন নতুন ভোটারদের ছবি তোলা ও ভোটার তালিকা হালনাগাদের জন্য উপজেলা কেন্দ্রে গিয়ে ভোটার আইডি কার্ড ও নিবন্ধের জন্য আহবান জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com