Home
 
কলারোয়ায় কলেজ অধ্যক্ষকে বেধড়ক মারপিট
থানায় অভিযোগ

আজকের কলারোয়া - 11/09/2017
কলেজ পরিচালনা কমিটিকে কেন্দ্র করে কলারোয়ায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতার মদদে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী উপজেলার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ফারুক হোসেনকে নিজ কক্ষে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ১১ টার দিকে কলারোয়া বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজে এ ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানান, সম্প্রতি উপজেলার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের পরিচালনা কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান বর্তমান কলেজ পরিচালনা কমিটির সভাপতি ভুট্ট লাল গাইনকে সহযোগিতা করার অভিযোগে কলেজ অধ্যক্ষ ফারুক হোসেনের সাথে মতবিরোধ চলে আসছে। তারা আরো জানান, এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে কেড়াগাছি ইউপি সদস্য (চেয়ারম্যান সমর্থিত) নজরুল ইসলামের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী আকস্কিক কলেজে প্রবেশ করে এবং অধ্যক্ষ ফারুক হোসেনকে খুজতে থাকে। পরে তারা অধ্যক্ষের রুমে প্রবেশ করে বেধড়ক মারপিট করে। এ সময় কলেজের অফিস সহকারী শফিকুল ইসলাম এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও মারপিট করে। পরে খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনার পর কলেজে উত্তেজনা বিরাজ করছে। অধ্যক্ষ ফারুক হোসেনকে কলারোয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ীতে অবস্থান করছে বলে জানাগেছে। কলারোয়া বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন জানান, স্থানীয় ইউপি সদস্য নজরুল ও তার সাথে থাকা ১০/১২ জন সন্ত্রাসী আকস্কিক আমার কক্ষে প্রবেশ করে আমাকে মারপিট করে। তিনি বলেন, এ সময় তারা কলেজ সহকারী শফিকুল ইসলামকেও মারপিট করে। পরে কলারোয়া থানা পুলিশকে ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনার পর অভিযুক্ত ইউপি সদস্য নজরুল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি। কেড়াগাছি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবজাল হোসেন হাবিলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ব্যস্ত আছি পরে কথা বলবো। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ভুট্টো লাল গাইন মুঠো ফোনে জানান, আমি সকাল থেকে ব্যক্তিগত কাজে যশোর আছি। তবে এ ঘটনা আমি শুনেছি। তিনি বলেন, বাড়ীতে এসে এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শনিবার বেলা সাড়ে তিনটার দিকে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com