Home
 
কলারোয়া সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
বিজিবির নিকট এক যুবককে হস্তান্তর

আজকের কলারোয়া - 19/09/2017
কলারোয়া সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে এক যুবক হস্তান্তর হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকে কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে ওই যুবককে হস্তান্তর করে বিএসএফ। উপজেলার কাঁকডাঙ্গা বিওপির হাবিলদার সাজাহান সাংবাদিকদের জানান- যশোরের মনিরামপুর উপজেলার চাকলা কাঠালতলা গ্রামের রফিক গাজীর ছেলে জাবেদ গাজী (১৯) গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। এসময় টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে শুক্রবার বেলা ২টার দিকে পতাকা বৈঠকে আটককৃত ওই যুবককে বিএসএফ কাকডাঙ্গা বিজিবির নিকট হস্তান্তর করে। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com