Home
 
কলারোয়ায় ফেনসিডিলসহ আটক ১
আজকের কলারোয়া - 19/09/2017
কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার ভোর রাতে হিজলদী বিওপির সদস্যরা তাকে আটক করে। আটক শিমুল গাইন (৩০) উপজেলার বড়ালী গ্রামের ওমর আলী গাইনের ছেলে। হিলজদী সীমান্তের জিরোপয়েন্টে ৫ বোতল ফেনসিডিল ও গাঁজা নিয়ে আসার পথে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা নং-১০(৯)১৭ দায়ের হয়েছে।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com