Home
 
কলারোয়ায় সড়ক পরিবহন শ্রমিকলীগের
কমিটি অনুমোদন

আজকের কলারোয়া - 19/09/2017
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ কলারোয়া উপজেলা শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহব্বত স্বাক্ষরিত এক পত্রে কলারোয়া উপজেলা শাখার কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে আমজাদ হোসেন শাহিন কে সভাপতি, শহিদ আলী কে কার্যকরী সভাপতি, জাহাঙ্গীর কবির বাবলু কে সাধারণ সম্পাদক, আসিফ হোসেন মিলন ও খন্দকার ইমামুল ইসলামকে যুগ্ম সম্পাদক এবং জিএম শফিউল আলম, মোশারফ হোসেন ও রাসেল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কলারোয়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের কমিটির অনুমোদন দেয়া হয়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com