Home
 
কলারোয়া সীমান্তে ভারতীয় চা-পাতা উদ্ধার
আজকের কলারোয়া - 19/09/2017
কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় চা-পাতা উদ্ধার করেছে। সোমবার দুুপুরের দিকে উপজেলার কাউনডাঙ্গা এলাকা থেকে এই চা-পাতা উদ্ধার করা হয়। তলুুইগাছা বিজিবি ক্যাম্পের হাবিলদার গোলাম কবিরের নেতৃত্বে ওই এলাকায় একদল চোরাকারবারীদের তাড়া করে ভারতীয় ১বস্তা চা-পাতা উদ্ধার করে। তবে উদ্ধারের সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত চা-পাতা সাতক্ষীরা কাষ্টমস কোরিডোরে জমা দেয়া হয়েছে বলে জানা যায়।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com