Home
 
কলারোয়ায় গ্রাম পুলিশের সাপ্তাহিক প্যারেড
আজকের কলারোয়া - 19/09/2017
কলারোয়া থানা এলাকায় ১২টি ইউনিয়ন পরিষদের কর্মরত গ্রাম পুলিশের নিয়ে সাপ্তাহিক প্যারেড প্রশিক্ষনের আয়োজন করা হয়। সোমবার সকালের দিকে থানা চত্বরে এই প্যারেড প্রশিক্ষণ দেন থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ। প্যারেডে ওসি বিপ্লব কুমার নাথ বলেন- আসন্ন দূর্গা পুজা উপলক্ষে তার থানা এলাকায় যেন আইন শৃৃঙ্খলা অবনতি না হয় সেদিকে সজাগ থাকতে হবে। উৎসব মুখোর পরিবেশে পূজা সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা মন্ডপের নিরাপত্তার স্বার্থে কাজ করার জন্য গ্রাম পুলিশদের কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ওসি বিপ্লব দেব নাথ।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com