|
কম্পিউটার (আইসিটি) প্রশিক্ষণ কর্মশালা
আজকের কলারোয়া -
19/09/2017
কলারোয়ায় উপজেলার কেরালকাতা ইউনিয়নের বিএসএইচ সিংগা হাইস্কুলে কম্পিউটার (আইসিটি) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ দিনব্যাপী ওই কর্মশালা ব্রাক অফিসের তত্বাবধায়নে শনিবার থেকে শুরু হয়েছে।
কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাকের অাইসিটি প্রশিক্ষক সঞ্জয় সরকার।
হাইস্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের উপস্থিতিতে প্রশিক্ষণ গ্রহন করেন সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারি শিক্ষক মাওলানা অায়ুব হোসেন, অাজিজুর রহমান, অাব্দুস সবুর, অা.রউফ, দীপক শেঠ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন অাক্তার, স্বপন সরকার, অাব্দুস সালাম ও বদরুজ্জামান।
শিক্ষকদের অাইসিটি সম্পর্কিত দক্ষতার উন্নয়ন ও মাল্টিমিডিয়া ক্লাস কার্যক্রমকে অারও ফলপ্রসু করার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার অায়োজন করা হয়েছে বলে প্রতিষ্ঠান প্রধান হরি সাধন ঘোষ জানান।
|