Home
 
খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী
মনোনিত হয়েছেন অধ্যা. এমএ ফারুক

আজকের কলারোয়া - 19/09/2017
খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী হিসেবে মনোনিত হয়েছেন কলারোয়ার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক’১৭ উপলক্ষ্যে এ সম্মাননা পেয়েছেন তিনি। ১৮ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপ-পরিচালক ওয়ালিউল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের নামের তালিকায় ৫নং ক্রমিকে শ্রেষ্ঠ বিদ্যুতসাহী সমাজকর্মী হিসেবে তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ কলারোয়া নিবাসী অধ্যাপক এমএ ফারুককে মনোনিত করা হয়েছে। তিনি সাতক্ষীরা জেলা পর্যায়েও শ্রেষ্ঠ বিদ্যুতসাহী সমাজকর্মী মনোনিত হয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, অধ্যাপক এমএ ফারুক কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অন্যন্য ভূমিকা পালন করেছেন।


 



গন্তব্য কলারোয়া    
Product Image Product Image


 
    
Copyright : Kalaroa.com, 2019
Email : info@kalaroa.com